Saturday, May 30, 2015

ঝুকিপূর্ন ভবন পরীক্ষা করতে খরচ হবে মাত্র ২০ টাকা

ঝুকিপূর্ন ভবন পরীক্ষা করতে খরচ হবে মাত্র ২০ টাকা সাত বছরেও রাজধানীতে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করা হচ্ছে কিনা তার তদারকি শুরু করতে পারেনি রাজউক। বিশেষজ্ঞরা মনে করেন, রাজউককে দিয়ে এ তদারকি সম্ভব নয়। এদিকে, রাজধানীর ভবনগুলো কতটুকু ভুমিকম্প ঝুঁকিতে আছে তা পরীক্ষা করতে প্রস্তুত বুয়েট। আর তা করতে ভবন প্রতি খরচ হবে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল আর্থ কুইক মডেলের গবেষণায় বলছে, হিন্দুকুশ থেকে মিয়ানমার পর্যন্ত ২৫০০ কিলোমিটারের হিমালয়ান বিচ্যুতি চলে গেছে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারের নিচ দিয়ে। এ কারণে কিছুটা নিরাপদে আছে বাংলাদেশ। গত পাঁচশ বছরে হিমালয়ান বিচ্যুতির অংশে ৮ মাত্রায় ৭টি বড় ভূমিকম্প হলেও বাংলাদেশ এখনও বড় কোনও দুর্যোগে পড়েনি। তবে কয়েকটি অল্প মাত্রার ভূতাত্বিক বিচ্যুতি আছে বাংলাদেশ ভূখন্ডেও। এজন্য ভূমিকম্পের ঝুঁকিরভিত্তিতে বাংলদেশকে তিনটি জোনে ভাগ করেছেন বুয়েটের গবেষকেরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি না থাকলেও দুর্বল অবকাঠামোর কারণে কম মাত্রার ঝাঁকুনিতেই ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। তবে খুব কম খরচেই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ শুরু করতে পারে সিটি করপোরেশন। ভুমিকম্প ঝুঁকি মোকাবেলায় বিল্ডিং মানার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এ ক্ষেত্রে সরকার ও রাজউকের উদ্যোগ নিয়ে প্রশ্ন আছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামগত নিরাপত্তা ও নাগরিক সচেতনতাই কমাতে পারে ভূমিকম্পের ঝুঁকি।
Share/Bookmark

No comments:

Post a Comment