Sunday, June 14, 2015
আমি ওই থানায় থাকব না'। ধর্ষণের শিকার ও ই নারী পুলিশ সদস্যের ভাই
সকল মুসলিম ভাইয়েরা প্রতিজ্ঞা করুন, যে কোনো বেপর্দা, বেনামাজি মেয়েকে কেউ বিয়ে করবেন না । সকল মুসলিম বোনেরা প্রতিজ্ঞা করুন, যে কোনো বেপর্দা, বেনামাজি ছেলেকে কেউ বিয়ে করবেন না । { আমিন বলেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই রুম থেকে বেরিয়ে আসলেন রাজধানীর খিলগাঁওয় থানার এক এএসআইয়ের নেতৃত্বে গণধর্ষণের শিকার সেই নারী কনস্টেবল। কোন প্রশ্নের সুযোগ না দিয়েই তড়িঘড়ি করে বলতে থাকলেন 'আমি তুরাগ থানায় থাকি। ওখানকার ওসি, আমাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। ওখানে মমিন নামে এক মুন্সি আছে, এএসআই আছে, যে আমাকে সব সময় প্রেসারে রাখে...। আমি ওই থানায় থাকব না'। ধর্ষণের শিকার ও ই নারী পুলিশ সদস্যের ভাই গণমাধ্যম কর্মীদের জানান, ২০১১ সালে তাঁর বোনের বিয়ে হয় ওই খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শকের (এএসআই) সঙ্গে। ২০১৪ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের ঘরে এক সন্তানও রয়েছে। গত ১০ জুন বিকেল ৪টার দিকে এএসআই ফোন করে তাঁর বোনকে সব ঝামেলা মিটিয়ে নতুন করে সংসার করার কথা বলেন। পরে তাঁর বোন কথামতো সেদিনই ওই তাঁর বাসায় গেলে তিনি ও তাঁর চার সহযোগী মিলে বোনকে ধর্ষণ করেন। পর দিন এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন ধর্ষিতার ভাই। তিনি জানান, ১২ জুন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment